রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১ জুলাই) বিকেল পাঁচটার দিকে আগারগাঁওয়ে ‘ইসলামিয়া অন্বেষণ‘-এর সামনের রাস্তায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হাবিবুর রহমান খোকন (৩০)। তার বাড়ি বরিশালের উজিরপুরের আটোয়া হাজীপাড়া গ্রামে। খোকন বর্তমানে আগারগাঁও শহিদের টেক বস্তিতে পরিবার নিয়ে থাকতেন।
খোকনের বাবা আকবর আলী জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাশেই নিউরো সাইন্স ইনস্টিটিউটে নিয়ে যান। সংবাদ পেয়ে স্বজনরা চিকিৎসকের পরামর্শে রাত সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আকবর আলী বলেন, কীভাবে সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটেছে তা জানাতে পারিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।