সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকা জেলার ফাতেমা বেগম (৫৯) নামের ওই হজযাত্রী মক্কায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এ নিয়ে সৌদি আরবে এ বছর আট জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী, মক্কায় মারা যান ছয় জন ও মদিনায় দুই জন।
উল্লেখ্য, ৩০ জুন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪৮ হাজার ১৭১ জন বাংলাদেশি হজযাত্রী। এ বছর ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি