রাজধানীর ডেমরায় মধুবাগ এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, স্ত্রী সীমা সুলতানাকে হত্যার পর স্বামী লিয়াকত আলী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় হত্যাসহ দুটি মামলা করেছে পুলিশ।
ডেমরার মধুবাগ ১৯/৫ নম্বরের ৫ তলা এ বাড়ির দ্বিতীয় তলায় বিশ বছর ধরে ভাড়া ছিলেন লিয়াকত আলী ও সীমা সুলতানা দম্পতি। মেয়ে লিমার বিয়ের পর ছেলে লিমনকে নিয়ে সংসার।
মঙ্গলবার বিকালে সন্তানরা সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেন্টিলেটর ভেঙে বাবা লিয়াকতকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আর তার মা সীমাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে সীমার গলায়।
বাড়ির নিচতলায় লিমা ফার্মেসি নামে একটি ওষুধের দোকান চালাতেন লিয়াকত আলী।
পুলিশের প্রাথমিক ধারণা, সোমবার গভীর রাতে পারিবারিক কলহের জেরে লিয়াকত প্রথমে তার স্ত্রীকে হত্যা ও পরে নিজে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
এ ঘটনায় সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।