জামালপুরের ইসলামপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে
মোছাঃ ইরশেদা আক্তার নামে চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াপঞ্চম শ্রেণীর এক ছাত্রী সায়লা পারভিন নিখোঁজ রয়েছে।
শুক্রবার দুপুরে ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নে শিয়ালদহ নদীতে গোসল করতে নামেন,
নাপতেচর বলিদাপাড়া গ্রামের খুদুর মেয়ে ইরশেদা আক্তার এবং এক এলাকার সানোয়ারের মেয়ে সায়লা পারভীন সাথে কয়েকজন সহপাঠীরা।
জানা যায়, প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে ভেসে যায় ইরশেদা আক্তার এবং সাইলা পারভীন নদীর মাঝপথে গিয়ে তলিয়ে যায় তারা। খবর পেয়ে স্বজনরা ও এলাকাবাসী ছুটে আসেন নিখোঁজ হওয়া মেয়েদের খুঁজতে। অনেক খুজাখুজির পর ইরশেদা আক্তারকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে সায়লাকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান,নদীতে অতিরিক্ত বালু উত্তোলনে মাঝপথে গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলশ্রুতিতে এখনো সায়লা আক্তারকে আমরা খুঁজে পাচ্ছিনা।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান আনসারী জানান, ইরশেদা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।অপরদিকে ইসলামপুর ফায়ার সার্ভিস ডুবুরি দল সায়লা পারভীনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।