মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামপুরে দলীয় পতাকা উত্তোলন সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার(২৩ জুন)সকালে থানা মোড়ে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের এর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি (২) জামান আব্দুল নাসের চার্লেস চৌধুরী,সহ সভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া,সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল কাদের শেখ উপজেলা আওয়ামী লীগ,ইসলামপুর উপজেলা যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ,স্বেচ্ছাসেবকলীগ সহ ছাএলীগের নেতাকর্মীরা।
প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।