বন্ধুর বোনকে রক্ত দিতে এসে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুন) রাত সাড়ে আটটায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহতের নাম শাহরিয়ার শুভ (২৪)। তিনি সাভার গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের (আইটি) স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।
হাসপাতালে নিয়ে আসা নিহতের বন্ধু মো. রাকিব হোসেন জানান, আমার ছোট বোন তানজিলা (১৬) বাতজ্বরজনিত কারণে হাসপাতালে ২০ দিন ধরে ভর্তি রয়েছেন। ছোট বোনের জন্য ব্লাড দিতে বন্ধু শুভ সাভার থেকে আসেন। দ্বিতীয় তলায় ব্লাড দেওয়া শেষে বসেছিল শুভ। এসময় আমি পাঁচ তলায় বোনের কাছে বিদায় নিতে যাই, শুভর সঙ্গে সাভার ফিরবো বলে।
তিনি জানান, পরে শুনতে পাই দ্বিতীয় তলা থেকে হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে গেছে শুভ। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শুভ সাভারের উলাইলের বাসিন্দা সৌদি প্রবাসী গোলাম মাওলা রিপনের ছেলে। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায়। দুই ভাইয়ের মধ্যে শুভ ছিল বড়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুভর মরদেহটি মর্গে রাখা হয়েছে।