ঢাকবুধবার , ২২ জুন ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে কমছে বন্যার পানি, ৭০ হাজার মানুষ পানিবন্দি

২৪ বাংলাদেশ নিউজ বার্তাকক্ষ
জুন ২২, ২০২২ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরে বন্যার পানি কমতে শুরু করেছে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৫৭ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

বন্যা পরিস্থিতি উন্নতি হতে শুরু করলেও এখনো পানিবন্দি জেলার ৩০টি ইউনিয়নের অন্তত ৭০ হাজার মানুষ। দুর্গত এলাকায় বিশুদ্ধ, পানি, শুকনো খাবার এবং গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। পাঠদান বন্ধ হয়েছে ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে। ডুবে গেছে দুই হাজার হেক্টর জমির ফসল।

 

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারিভাবে জেলায় ৩৫০ মেট্রিক টন চাল ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৮০টি মেডিকেল টিম, ৪৬১টি আশ্রয় কেন্দ্র ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবার।

 

দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, উপজেলায় এ পর্যন্ত ১৭ মেট্রিক টন চাল ও ৮শ’ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি