জামালপুরে ইসলামপুরে মার্কসিটের জন্য ছাত্রের নিকট সাতশত টাকা দাবী টাকা না দেওয়ায় ছাত্রকে চপেটাঘাতে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার ফারাজীপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজে।
ফারাজী পাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজে সদ্য পাশ করা বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র সুহানের অভিযোগ গত ১৮ জুন শনিবার অন্য বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স ভর্তির জন্য মার্কসিট নিয়ে আসতে যায়। সে সময় কলেজ অধ্যাক্ষের স্ত্রী অত্র কলেজের প্রভাষক সাহিদা খাতুন মার্কসিটের জন্য ছাত্র সুহানের নিকট সাতশত টাকা দাবী করেন।
এত টাকা কোথা থেকে দেব বলে অপারগতা প্রকাশ করলে তৎক্ষনাৎ সোহানের গালে কষে থাপ্পড় বসিয়ে দেয় কলেজের প্রভাষক সাহিদা খাতুন। এছাড়া আরও অভিযোগ রয়েছে বিগত করোনার মহামারীর সময় শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে মর্মে জনপ্রতি ১৫শত টাকা উৎকোচ নেওয়া হয়।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আঃ ছালাম জানান,আগে ছাত্রটি ভাল ছিল।পাশকরার পর বেশী বেড়েছে। ঘটনা সততা স্বীকার করে তিনি বলেন ছাত্র সোহানের গালে চর মেরেছে শুনেছি। টাকা ছাড়া তাকে মার্কসিট দেওয়া হয়েছে।