জামালপুরের ইসলামপুরে বন্যার পানিতে ডুবে আরিফা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে জামালপুরের ইসলামপুর উপজেলার পশ্চিম বামনা ঘোনাপাড়া গ্রামের আলম মিয়ার কন্যা আরিফা আক্তার। ঐ শিশু বাড়ীর পাশে জলাশয়ে খেলতে যান। পিতা-মাতা আরিফাকে অনেক খোঁজাখুঁজি করেন,পরে বাড়ির পাশে জলশয়ে কন্যার লাশ দেখতে পান।ঐ ঘটনায় পুরো এলকায় বিরাজ করছে শোকের ছায়া।
সম্প্রতি ইসলামপুরে বন্যার পানি বৃদ্ধি মারাত্মক আকার ধারণ করেছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। সন্তানদের নিরাপত্তা জনিত সমস্যা ভোগছেন এলাকাবাসী।
বন্যার পানিতে ডুবে ঐ শিশুর মৃত্যু হয়েছে,চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃছালাম ঘটনার সততা নিশ্চিত করেছেন।
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি