উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢালু ও ভারি বর্ষণে জামালপুরের ইসলামপুরে যমুনার নদ-নদীর পানি অব্যাহতভাবে বাড়ছে। গত ০১ দিনের ব্যবধানে যমুনার পানি ৩০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার জামালপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেন।
ইসলামপুর উপজেলার ০৬ টি ইউনিয়নে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। হতাশায় জীবন যাপন করছেন নদীর আশে-পাশের সাধারণ মানুষরা। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, কুলকান্দি,পাথর্শী, বেলগাছা, চিনাডুলী,নোয়ারপাড়া ও সাপধরীতে বন্যার পানি অস্বাভাবিক
হারে বৃদ্ধি পাচ্ছে। এদিকে বন্যার পানি বৃদ্ধিতে ফসলি জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে। নদীর পাড়ের মানুষরা অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন।
এদিকে যমুনার পানির অস্বাভাবিক বৃদ্ধিতে পানিবন্দি হাজারো মানুষ।
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি