পদ্মা সেতুর উদ্বোধন বানচাল করতে বিএনপি নানা পায়তারা শুরু করেছে বলে অভিযোগ করেছেন ১৪ দলের নেতারা। ২০১৪ সালের নির্বাচনকে নস্যাৎ করতে বিএনপি যেমন অগ্নিসন্ত্রাস করেছিলো, তেমন করেই পদ্মাসেতুর উদ্বোধনের আগে অগ্নিসন্ত্রাস চালাতে সচেষ্ট দলটি।
সোমবার সকালে রাজধানীতে আলোচনা সভায় এসব কথা বলেন ১৪ দলের নেতারা।
আওয়ামী লীগের প্রয়াত নেতা ও ১৪ দলের মুখপত্র মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে স্মরণসভায় অংশ নেন ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।
মোহাম্মদ নাসিমের জীবনের নানাদিকের আলোকপাতের পাশাপাশি আলোচনায় উঠে আসে পদ্মাসেতুর উদ্বোধনের প্রসঙ্গ। রাশেদ খান মেনন পদ্মাসেতু প্রশ্নে বিএনপি নেতাদের সাম্প্রতিক কথাবার্তার সমালোচনা করেন।
বিএনপি পদ্মা সেতুর উদ্বোধন বানচালের চেষ্টা করছে অভিযোগ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পদ্মাসেতুর মতো প্রকল্পের গৌরবকে মেনে না নেয়ার মানসিকতার কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
এসময় বিএনপিকে সংকীর্ণতা পেছনে ফেলে পদ্মাসেতুর উদ্বোধনের উৎসবে অংশ নেয়ার আহ্বান জানান ১৪ দলের নেতারা।