গাজীপুরের টঙ্গীতে জোরপূর্বক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় টঙ্গী পশ্চিম থানা পুলিশ সাদিকুল ইসলাম (৩৪) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
জানা গেছে, ছিনতাইকারীর কাছ থেকে ২০ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার ৭ শত টাকা উদ্ধার করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ৮ঃ ৩০ মিনিটে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মাজার বস্তি এলাকার পাখির বাজার রোডের মাথায় থেকে ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাদিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ফতেহপুর গ্রামের মোহন মিয়ার ছেলে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মাজার বস্তি এলাকার পাখির বাজার রোডের মাথায় থেকে এক ব্যবসায়ীর নিকট ছিনতাইকারী সাদিকুল ইসলাম নগত টাকা ও স্বর্ণালঙ্কার জোরপূর্বক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময়, ছিনতাইকারীর উপস্থিতি টের পেয়ে টঙ্গী পশ্চিম থানার উপ পরিদর্শক উৎপল সঙ্গীয় ফোর্সসহ ছিনতাইকারীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।