ঢাকশুক্রবার , ১০ জুন ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

খুন হওয়া সাংবাদিকের বাড়িতে শোকের মাতম

২৪ বাংলাদেশ নিউজ বার্তাকক্ষ
জুন ১০, ২০২২ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডিবিসি নিউজের সাংবাদিক আব্দুল বারীর (২৭) দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় সাংবাদিক আব্দুল বারীর বাড়িতে চলছে শোকের মাতম।

 

নিহত আব্দুল বারী সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্দিদাসগাঁতী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে।

 

তিনি ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রযোজনা নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে মহাখালীতে ব্যাচেলর হিসেবে একটি মেসে বসবাস করতেন তিনি।

 

ডিবিসি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান জানান, বুধবার সকালে হাতিরঝিল এলাকা থেকে তার সহকর্মীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহত সহকর্মী বারীর ময়নাতদন্তের কাজ শেষ করে বুধবার সন্ধ্যা ৭টার দিকে ডিবিসি কার্যালয়ে প্রথম জানাজা নামাজ শেষে মরদেহে সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে আনা হয় পরে বৃহস্পতিবার সকালে দ্বিতীয় জানাজা শেষে সকাল ১০টায় চন্ডদাসগাঁতী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি