রাজধানীর দক্ষিণখান সিটি কমপ্লেক্স রোড এ যেন দ্বিতীয় মরণফাঁদ।দীর্ঘদিন ধরে এই সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে সংস্করণের কোন উদ্যোগ নেই।এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল।বৃষ্টি ছাড়াই সড়কে সব সময় জমে থাকে পানি।সড়কের বিভিন্ন জায়গায় ছোট বড় গর্থের কারনে বিভিন্ন সময় ঘটছে দূর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সব সময়ই জমে থাকে পানি।বৃষ্টি আসলে তো কথাই নেই,চলাচল ও অউপযোগী হয়ে পড়ে।
শরীফ নামে এক দোকানী বলেন,এই সড়কটি গত দুই বছর আগে ভালো ছিলো কিন্তু বালুর ট্রাক ও ভারী যানবাহন চলাচলে এই অবস্থা হয়েছে।মানুষ এই দিকে কম আশার কারণে আমাদের দোকানে বিক্রি কম হচ্ছে।পায়ে হেটে কোন ভাবেই এখানে আশা সম্ভব নয়।হলিউড মোড় থেকে আশকোনা পযর্ন্ত এই অবস্থা দীর্ঘ দিন ধরে।
রফিক নামে একজন রিকশা চালক বলেন এই রোড দিয়ে আমরা কম আসি।কিছুদিন আগে আমার রিকশা উল্টে গিয়ে ছিলো।অনেক ক্ষয় ক্ষতি হয়েছে।আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই বেটা।
এই বিষয়ে উওর সিটি করপোরেশন ৪৯ নং ওয়ার্ড কাউন্সিল আনিসুর রহমান নাঈম বলেন,আমাদের বাজেট নাই।কিছু দিন আগে রাবিশ ফালানো হয়েছে কিন্তু বৃষ্টি এলে সব চলে যায়।