চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে এখনো ১০-১২টি কন্টেইনারে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এখনো ডিপোর বিভিন্ন স্থান থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিএম ডিপোতে এখন পর্যন্ত হাইড্রোজেন-পারঅক্সাইড ভর্তি ১৫ টি কন্টেইনার বিস্ফোরিত হয়েছে।
আর অবিস্ফোরিত রয়েছে ১২টি কন্টেইনার। এ কন্টেইনারগুলো যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে।
সংস্থাটি জানিয়েছে, আগুন আর না ছড়ালেও পুরোপুরি নিভতে সময় লাগবে। কেননা বিস্ফোরণের শঙ্কায় পানি দিতে কাছাকাছি যাওয়া যাচ্ছে না।
মধ্যরাতে আগুনে দগ্ধ আরো তিন জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট ভর্তি রয়েছে ১৯ জন।
তাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দগ্ধ রোগীদের চিকিৎসায় এরই মধ্যে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত শনিবার রাতে সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় এই ডিপোতে ভয়াবহ আগুন লাগে। ঘটনা তদন্তে কাজ করছে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের আলাদা চারটি কমিটি।