জামালপুরের ইসলামপুর উপজেলায় সরকারি-বেসরকারি ও স্থানীয় সংগঠনের সাথে দি হাঙ্গার প্রজেক্ট-এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ইউনিসেফ-এর সহযোগিতায় ও দি হাঙ্গার প্রকল্পের বাস্তবায়নে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ জেলা সমন্বয়কারী এস এম আতিকুর রহমান সুজনের সঞ্চালনায়।
বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ, যমুনা হাসপাতালের চেয়ারম্যান মোর্শেদুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তার, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি, মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ আরো অনেকে। বক্তারা কোভিড-১৯ নিয়ে সচেতন মূলক আলোচনা করেন।