জামালপুরের ইসলামপুরে রবিবার বিকালে ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
থানা মোড়স্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুল নাছের চৌধুরী চার্লেছ,সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম ,যুগ্ম সাধারন সম্পাদক ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ,সালগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, শহর ছাত্রলীগের আহ্বায়ক শাকিল আহমেদ, সরকারী ইসলামপুর কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকার,উপজেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক আলহাজ্ব মিয়া,সভাপতি নূরে আজাদ ইমরান উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাহাদাত হোসেন স্বাধীন,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ শফিকুর রহমান শিবলী, শহর আওয়ামীলীগের সাঃ সম্পাদক অধ্যাপক মোঃ খলিলুর রহমান উপস্থিত ছিলেন।