উদ্বোধনের অপেক্ষায় থাকা পদ্মা সেতুতে প্রথমবারের মতো জ্বালানো হলো সড়ক বাতি। শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে মাওয়া প্রান্তে মূল সেতুর ২ ও ৩ নম্বর মডিউলের ১২ থেকে ১৯ নম্বর পিলারের ছয়টি বাতি জ্বালানো হয়। পরে জ্বালানো হয় আরও ১৮টি বাতি। এরই মধ্যে দিয়ে পরীক্ষামূলকভাবে মোট ২৪টি ল্যাম্পপোস্টে বাতি প্রজ্বালন করা হলো।
এবিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, “ধারাবাহিকভাবে অন্য সড়কবাতিগুলোও জ্বালানো হবে”।
সেতু বিভাগ সূত্র থেকে জানা যায়, ২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। ৬দশমিক ১৫কিলোমিটার সেতুটিতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে।
এরমধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। ১৮ এপ্রিল পদ্মাসেতুর ৩৬তম স্প্যানে সব শেষ ল্যাম্পপোস্ট স্থাপনের মধ্যদিয়ে ল্যাম্প পোস্ট বসানোর কাজ শেষ হয়।
২৫ জুন উদ্বোধন হতে যাওয়া পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি সাড়ে ৯৪ভাগ। আর মূল সেতুর অগ্রগতি ৯৯ভাগ। বাকি ১ শতাংশ কাজ চলমান রয়েছে। এর মধ্যে সেতুতে যানবাহন চলাচলের পথে সাইন–সংকেত ও পথনির্দেশক (রোড মার্কিং) চিহ্ন দেওয়ার কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে।
সেতু বিভাগ জানায় আগামী ১০ জুনের মধ্যে এই কাজও শেষ হবে। সড়কবাতি স্থাপনের কাজ আগেই শেষ হয়েছে। এখন শুধু বাতি জ্বালাতে বৈদ্যুতিক সংযোগসহ শেষ মুহূর্তের আনুষঙ্গিক কাজ চলছে।