জামালপুরের ইসলামপুরে নারী শিক্ষা প্রসারে ১৯১৭ সালে শহরের প্রানকেন্দ্রে ২.৮০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠা লাভ করে ইসলামপুর জয়চাঁন্দ জগৎ সুন্দরী ক্ষেত্র এন্ড মোহন (জে.জে.কে.এম) গালস্ স্কুল এন্ড কলেজ। নারী শিক্ষার প্রাচীনতম এই প্রতিষ্ঠানটি সরকারিকরণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটি সরকারিকরণের সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের নিকটম থেকে প্রাপ্ত
সারসংক্ষেপের কাগজপত্র সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা.দীপু, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও মন্ত্রণালয়ের সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক সরকারিকরণের সারসংক্ষেপে স্বাক্ষর রেখেছেন।
এতে উপজেলার শ্রেষ্ঠ ও প্রাচীনতম নারী শিক্ষার এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে বইছে আনন্দের বন্যা।
এ উপলক্ষে (২ মে) বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি দুই সহস্রাধিক শিক্ষার্থী ও অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারীসহ এলাকার উৎসুক মানুষ আনন্দে ফেটে পড়ে। তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান খান এমপির প্রতি কৃতজ্ঞতা জানান। পরে একটি আনন্দ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় স্কুল এন্ড কলেজ গভার্নিং বডির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি খলিলুর রহমান, সিনিয়র শিক্ষক শামসুল আলম,সিনিয়র প্রভাষক রুহুল আমিন ও সিনিয়র শিক্ষক নাহিদা আক্তার খানম সুলেখাসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।