নির্বাচনে ফল ঘোষণার পর আবার নির্বাচনের তফসিল ঘোষণায় ইসির এখতিয়ার নেই বলে সিদ্ধান্ত দিয়েছে আপিল বিভাগ। কোন বিরোধ বা আপত্তি থাকলে তা নিষ্পত্তি হবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে। নেত্রকোনার দূর্গাপুর ইউনিয়ন পরিষদে ফের নির্বাচন ঘোষণা করে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের এ আদেশ বহাল রাখে।
জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ইউনিয়নের মেনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণার পর অনিয়মের অভিযোগ ওঠে। পরে নতুন করে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ বিষয়ে হাইকোর্টে একটি রিট করা হয়।
পরে গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট আদেশ দেন, ফলাফল ঘোষণার পর নতুন করে নির্বাচন করার এখতিয়ার নেই কমিশনের। যেতে হবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে। হাইকোর্টের সেই আদেশই বহাল রাখলো আপিল বিভাগ।