ঢাকরবিবার , ২৯ মে ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

২৪ বাংলাদেশ নিউজ বার্তাকক্ষ
মে ২৯, ২০২২ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

বরিশালের শানুহার এলাকায় গাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ভোরে উজিরপুর উপজেলার শানুহার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, গতরাতে ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশ্যে অন্তত ৪০ জন যাত্রী নিয়ে যমুনা পরিবহনের একটি বাস ছেড়ে আসে। বাসটি ভোর সাড়ে ৫ টার দিকে, উপজেলার শানুহার এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় গাছের একটি বড় অংশ বাসের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন ৯ জন। আর বরিশাল মেডিকেলে ভর্তি করার পর মারা যান আরো একজন।

 

তবে বাসের ভেতরে গাছের বড় অংশ ঢুকে যাওয়ায় আহত অনেক যাত্রী বাসের ভেতর আটকা পড়ে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এ ঘটনায় বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে। বাসটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছেন। হতাহতের সংখ্যা উদ্ধার অভিযান শেষ করে বলা যাবে।

সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি 

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি