ঢাকশনিবার , ২৮ মে ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুর মাধ্যমে ১৩শ মেগাওয়াট বিদ্যুৎ আসবে ঢাকায়

২৪ বাংলাদেশ নিউজ বার্তাকক্ষ
মে ২৮, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছর পদ্মা সেতু চালু হলে এর পাশ দিয়ে তৈরি হবে সঞ্চালন লাইন। যার মধ্যমে পায়রা থেকে ১৩শ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আসবে। পদ্মা সেতু আলোকিত করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগও চালু থাকবে। শুক্রবার রাজধানীতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব তথ্য জানান।

 

পদ্মা সেতু দেশের অর্থনীতিতে গতি আনার সঙ্গে বিদ্যুৎ সঞ্চালনও করবে সহজ। সেতু চালু হলে দেশের শিল্প কারখানা, অর্থনীতি, পর্যটন সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তনের আশা করছেন দেশবাসী।

 

পদ্মা নদী পাড়ি দিয়ে সঞ্চালন করতে না পারায় এতদিন পায়রা তাপবিদুৎ কেন্দ্রের ১৩২০ মেগাওয়াট বিদুৎতের বেশিরভাগ ব্যবহার করা যায়নি। তবে পদ্মা সেতু চালু হলে নভেম্বরের মধ্যেই আমিন বাজারসহ আশপাশের এলাকায় ১৩শ মেগাওয়াট বাড়তি বিদুৎ পাওয়া যাবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

 

পদ্মা সেতুর পুরো অংশ জুড়েই থাকছে নানা ধরনের আলোকসজ্জা। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের জন্য কাজ করছে বিদ্যুৎ বিভাগ।

 

ঝুঁকি বিবেচনা করে পদ্মা সেতুর মূল নকশায় বিদ্যুৎ সঞ্চালন লাইন রাখা হয়নি। তাই নতুন লাইন তৈরি করে বিদ্যুৎ সঞ্চালনে নভেম্বর পর্যন্ত সময় লাগবে বলে জানান নসরুল হামিদ।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি