নরসিংদীর বেলাব উপজেলায় নিজ ঘর থেকে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রাম থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, উপজেলার বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম, তার ছেলে রাব্বি মিয়া ও মেয়ে রাকিবা আক্তার।
স্থানীয়রা জানান, রোববার সকালে রাহিমার বাড়িতে যান স্থানীয় এক নারী। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান তিনি। পরে স্থানীয়রা এসে সন্তানসহ মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তবে এ সময় ওই বাড়িতে রাহিমার স্বামী গিয়াস উদ্দিন শেখ বাড়িতে ছিলেন না বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। দুই সন্তানকে শ্বাসরোধে ও মাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি