ভিড়ের আশঙ্কা করে নির্ধারিত সময়ের আগেই রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে এসে উপস্থিত হয়েছেন যাত্রীরা। তবে ঈদ যাত্রার শেষ দিনে প্রায় সব ট্রেনই ছাড়ছে নির্ধারিত সময় অনুযায়ী। তাই যাত্রায় ভোগান্তি নেই।
ট্রেনের অগ্রিম টিকিট না পেয়ে যারা বাড়ি যাওয়ার পরিকল্পনা বাদ দিয়েছিলেন তারা এখন টিকিট পাচ্ছেন অনায়াসেই। চলেছেন বাড়ির পথে।
আবার অনেকের ঈদের পর বাড়ি যাওয়ার পরিকল্পনা থাকলেও তেমন ভোগান্তি না থাকায় ঈদের আগ মুহুর্তে বাড়ি যাচ্ছেন।
তবে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ৩ ঘন্টা দেরি করায় ভিড় ও ভোগান্তি সৃষ্টি হয়।
কমলাপুরেও আজ সকাল থেকে যাত্রী চাপ নেই। বেশ স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন যাত্রীরা। তবে এখানেও উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস দেরি করায় ভোগান্তি দেখা গেছে যাত্রীদের মধ্যে।
সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি