গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার চালক ও সবজি ব্যবসায়ীসহ ৩ জন নিহত হয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার মধ্য চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে তাজু মিয়া (২৫), একই এলাকার দুলা মাস্টারের ছেলে সবুজ মিয়া (৩০) এবং পলাশবাড়ী উপজেলার দাড়িয়াপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে ভ্যানচালক সোহেল মিয়া (৩৫)।
পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় যাচ্ছিল। তাজু ও সবুজ নিজেদের ক্ষেতের সবজি বিক্রির জন্য সোহেলের অটোভ্যানে করে বাজারে নিয়ে যাচ্ছিলেন।
পথে মহেশপুর এলাকায় সবজিবাহী অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাজু মিয়া ও সোহেল মিয়ার মৃত্যু হয়। পরে পলাশবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মৃত্যু হয় সবুজ মিয়ার।
এ ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক ও তার সহকারী।
এদিকে নাটোরের সিংড়ায় একটি ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।