বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর বিমানবন্দর ও দক্ষিণখান আশকোনা এলাকায় তিন হোটেল ও মুক্তিযোদ্ধা মার্কেট কাঁচাবাজারে ৫০০০০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ২৫ এপ্রিল আশকোনা মায়ের দোয়া সহ আরো দুইটি খবার হোটেল নোংরা পরিবেশে খবার পরিবেশন ও রান্নাঘর অপরিচ্ছন্ন থাকার কারণে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ ইং ৫৩ ধারায় তিনটি মামলা ও মুক্তিযোদ্ধা মার্কেটের বাজার কমিটির মূল্যতালিকা না থাকার কারণে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।এই সময় হোটেল কতৃপক্ষকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার হুশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এই বিষয়ে সিটি করপোরেশন নিবাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন জানান,দুপুরের পর থেকেই অভিযান শুরু হয়েছে,এই খাবার হোটেল গুলোর নোংরা পরিবেশ থাকার কারণে জড়িমানা করা হয়েছে এবং বাজারের মূল্যতালিকা না থাকার কারণেও জড়িমানা করা হয়েছে।
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি