মোঃ সুমন ইসলাম:
জামালপুর জেলার দেওয়ানগঞ্জে হিজরাদের উপর মারধর ও হুমকির প্রতিবাদে ভুক্তভোগী মুন্নী আক্তার ও অন্যান্য হিজরাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ পৌরসভার ০৩ নং ওয়ার্ড চুনিয়াপাড়া নিজ গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুন্নি আক্তার অন্যান্যরা অভিযোগ করে বলেন” জামালপুর জেলা মানব কল্যাণ সংস্থা নামে সংগঠন করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। সততা ও নিষ্ঠার সাথে অত্র এলাকার সকল হিজরাগন সমাজে অবহেলিত জনগণ নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছি। উক্ত সফলতা দেখে আমাদের নতুন মেহমানরা প্রশংসা করে আসছে যা দেখে ইসলামপুর এলাকায় হিজরা দলের প্রতি হিংসা বিরাজ করছে।পরে ব্যর্থ হয়ে বৃষ্টি হিজরা এবং রুপালি হিজরা সহ অন্যান্য লোকজন অপহরণের সুযোগ খুঁজতে থাকে।ইতিমধ্যে তারা আমাদের হিজরাদের মারধর করা সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতির দেখিয়ে আসতেছে।
তাই এই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ করেছি। এ সময় তারা সংবাদ সম্মেলনে মাধ্যমে প্রশাসনের কাছে দৃষ্টিআকর্ষণ করে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি ও বিচার দাবি করেন ।