ময়মনসিংহে কারখানায় বিস্ফোরণে ২ নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার মালিক বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করেছে সিআইডি। শুক্রবার রাতে ব্রাক্ষণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সিআইডি।
সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, দীর্ঘদিন ধরেই ময়মনসিংহের নান্দাইলের একটি কারখানায় অবৈধভাবে বিস্ফোরক দ্রব্য মজুত রেখে আতশবাজি তৈরি করা হচ্ছিলো। এ কারখানায় ৫০ জন শ্রমিক কাজ করতেন। বুধবার ভোরে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এসময় কারখানার ভেতরে থাকা দুই নারী শ্রমিক নাছিমা ও আফিয়া নিহত হন। তাদের দুইজনের বাড়িই নান্দাইল উপজেলায়। নাসিমা আক্তার দেড় বছর ও আফিয়া খাতুন ৪ মাস ধরে ওই কারখানায় কাজ করে আসছিলেন বলে জানিয়েছে সিআইডি।
বিস্ফোরণে এই দুই নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার মালিক বোরহান উদ্দিনকে প্রধান আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলা করা হয়।
এরপরই অভিযান চালিয়ে বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোরহান দীর্ঘ ১৫-২০ বছর যাবৎ ওই কারখানায় অবৈধভাবে আতশবাজি তৈরি করে আসছিলেন বলে স্বীকার করেন।
সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি