ঢাকশনিবার , ২৩ এপ্রিল ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নিউমার্কেটে সংঘর্ষে তৃতীয় পক্ষের সক্রিয় অংশগ্রহণ ছিলো

২৪ বাংলাদেশ নিউজ বার্তাকক্ষ
এপ্রিল ২৩, ২০২২ ২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে তৃতীয় পক্ষের সক্রিয় অংশগ্রহণ ছিলো বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

 

তিনি বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। নিউমার্কেটের ঘটনায় তৃতীয় পক্ষের শুধু ইন্দনই ছিলোস না, তারা সক্রিয়ভাবে এটাকে সংঘর্ষে রূপ দিয়েছে বলেও দাবি করেছেন শিক্ষামন্ত্রী।

 

শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষার্থী-ব্যবসায়ীসহ সবার জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন। সবচেয়ে দুঃখজনক হলো, ঘটনাটি শুরু হয়েছে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। এরপর সেটির বিস্তার এবং তার মধ্য দিয়ে দুইজনের প্রাণহানি ঘটা- এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।

 

সংঘর্ষের ঘটনায় আমাদের শিক্ষার্থী ও শিক্ষকরা আহত হয়েছেন। তবে এরমধ্যে অনেক কিছুই বেরিয়ে আসছে। তদন্ত হলে আরো হয়ত বের হয়ে আসবে। সাধারণত শিক্ষার্থীদের নানা রকম দোষারোপ করা হয় অনেক সময়ই। কিন্তু এবার ভিন্ন চিত্র দেখা গেছে।

 

ডা. দীপু মনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের সবারই সহযোগিতা করা প্রয়োজন এবং সচেতন হওয়ার প্রয়োজন। পরিবেশ যেন ঠিক থাকে সেদিকে সবার প্রচেষ্টা থাকতে হবে। সব পক্ষ এক সঙ্গে বসে একটা শান্তিপূর্ণ সমাধান করেছে। এজন্য তাদের সাধুবাদ জানাই।

 

নিউমার্কেট ও তার আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর সামনে। এখনি তাদের ব্যবসা করার সময়। এছাড়া বিগত দুই বছর করোনার কারণে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। তা বিবেচনায় নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

 

এরপরে শিক্ষামন্ত্রী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১২শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধান, বীজ ও সার বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, কৃষি বিভাগের উপ-পরিচালক জালাল উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা (ইউএনও) শাহনাজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি