ঢাকশনিবার , ২৩ এপ্রিল ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় পাওয়ার টিলার খাদে পড়ে নিহত ৩

২৪ বাংলাদেশ নিউজ বার্তাকক্ষ
এপ্রিল ২৩, ২০২২ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ তিন জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার তমরদ্দি-ওছখালী বাজারের প্রধান সড়কের বেজুগোলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, উপজেলার তমরদ্দি ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে বেলাল হোসেন, আব্দুল কুদ্দুসের ছেলে মো. রুবেল ও আব্দুল মান্নানের ছেলে দেলোয়ার হোসেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, তমরুদ্দি থেকে দুইজন হেলপারসহ চালক পাওয়ার টিলার চালিয়ে উপজেলার ওছখালী বাজারের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে তমরদ্দি-ওছখালি সড়কের উত্তর বেজুগোলিয়া এলাকায় পাওয়ার টিলার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ দুই হেলপার নিহত হয়।

 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন এ ঘটনা নিশ্চিত করে জানান, পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

 

তিনি আরো বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে। প্রক্রিয়া শেষে হলেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেন তিনি।

সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি