ঢাকশুক্রবার , ২২ এপ্রিল ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ৮৩ কিমি বেগে কালবৈশাখী

২৪ বাংলাদেশ নিউজ বার্তাকক্ষ
এপ্রিল ২২, ২০২২ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

প্রচন্ড গরমে অতিষ্ঠ হওয়ার পর রাজধানীতে ৮৩ কিলোমিটার বেগে বয়ে গেছে কালবৈশাখী। শুক্রবার দুপুর ৩টার দিকে এই ঝড় বয়ে যায় । ঝড়ের সঙ্গে ছিল শিলাবৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ বিকেল থেকে রাতের মধ্যে রাজধানীতে আরো এক থেকে দুটি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টিও রাত পর্যন্ত চলতে পারে। ঢাকার দিকে বড় একটি মেঘমালা এগিয়ে আসছে বলেও জানিয়েছে অধিদপ্তর।

শুক্রবার বছরের দ্বিতীয় কালবৈশাখীর দেখা পেলেন রাজধানীবাসী। সকাল থেকে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলজুড়ে ছিলো তীব্র রোদ। দিনভর তপ্ত আবহাওয়ার পর দুপুরে হঠাৎ করেই আকাশ মেঘলা হতে শুরু করে। এরপর সোয়া ৩টা নাগাদ শুরু হয় বাতাস। বাতাসের গতি বেগ বাড়ে ঘণ্টায় ৮৩ কিলোমিটার পর্যন্ত। তার সঙ্গে নামে মুষলধারে বৃষ্টি।

ছুটির দিন হওয়ায় বিপণিবিতানগুলোতে ঈদের কেনাকাটার ভিড় ছিলো। কেনাকাটা করতে আসা ও ইফতারের জন্য ফেরার পথে নগরবাসীকে ভোগান্তিতে ফেলে বৃষ্টি।

আবহাওয়াবিদ মো. শাহিনুর ইসলাম বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকবে। তবে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি