লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহের দায়ে ১০ পরীক্ষার্থীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ চক্রে জড়িত বাকিদের ধরতে চালানো হচ্ছে অভিযান।
শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, শুক্রবার সকালে পরীক্ষা শুরুর আগে রামগঞ্জের চিতোষী রোডের একটি বাড়ি থেকে মাহমুদুল হোসাইন ও তার স্ত্রী শারমিন আক্তারসহ ৮ জনকে ভুয়া প্রশ্নপত্রসহ গ্রেপ্তার করা হয়।
এরপর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘদিন ধরে চক্রটি নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিলো।
এসব ভুয়া প্রশ্নপত্র শিক্ষার্থীদের কাছে ১০ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে তারা। এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।