ঢাকমঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গী পশ্চিম থানায় ১৫ মামলার আসামি নারকাটা মাসুদ গ্রেফতার

২৪ বাংলাদেশ নিউজ বার্তাকক্ষ
এপ্রিল ১৯, ২০২২ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

বিশেষ প্রতিনিধিঃ

ডাকাতি, চাঁদাবাজি ও চুরিসহ ১৫টি মামলার আসামি মাসুদ ওরফে নারকাটা মাসুদ ওরফে ভাগিনা মাসুদকে (৩২) গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

রবিবার (১৭ এপ্রিল) সকালে স্থানীয় বনমালা রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ এরশাদনগর ৭নং ব্লকের বাবুর্চি আশরাফের ছেলে।

 

টঙ্গী পশ্চিম থানার এস.আই শুভ মন্ডল বলেন, চলতি মাসে তার নামে একটি কিশোর গ্যাং এর মামলা দায়ের হলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

 

উল্লেখ্য, চলতি মাসের ৮ এপ্রিল বিকেলে মাসুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আউচপাড়া সফিউদ্দিন সরকার একাডেমি রোড এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম চৌধুরীর বাড়ীতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও ভাংচুর চালায়। তাদের বাধা দেওয়ায় নোমান নামে এক যুবককে কুপিয়ে গুরুতর যখম করে চলে যায় তারা। আহত নোমানকে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

 

এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, মাসুদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা চলমান রয়েছে। রবিবার গ্রেফতার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি