যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি এলাকায় রাস্তার পাশ থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। যাত্রাবাড়ীর থানার উপপরিদর্শক এসআই মাহমুদা রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে মেয়েটির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছি। মেয়েটির শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে। তার দুই হাতে পুরাতন কাটা দাগ রয়েছে। তার বয়স ২০ থেকে ২৫ বছর হবে।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা গেছে, মেয়েটিকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যেত।
নিহতের ব্যাপারে পুলিশ কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ওই এলাকার (উদ্ধারকৃত স্থান) সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হবে।
সূত্রঃ একাত্তর টিভি
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি