ঢাকরবিবার , ১৭ এপ্রিল ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক মহিউদ্দিন হত্যার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

২৪ বাংলাদেশ নিউজ বার্তাকক্ষ
এপ্রিল ১৭, ২০২২ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লায় র‍্যাবের সাথে গোলাগুলিতে সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রাজু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন র‍্যাবের এক সদস্য। শনিবার রাত ২ টার দিকে, সদর উপজেলার গোলাবাড়িতে এলাকায় এ ঘটনা ঘটে।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি দল গোলাবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে, তাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে পলাতক আসামি রাজু। র‍্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়লে, রাজু গুলিবিদ্ধ হন।

 

পরে আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজুর বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

 

এর আগে গত বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাতে জেলার বুড়িচং উপজেলার হায়দ্রাবাদ এলাকায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে একদল সন্ত্রাসী গুলি করে হত্যা করে। এ মামলায় আরো ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি