বস্থায় এক কিশোরী গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার দ্য ডেইলি স্টারকে জানান, ওই কিশোরী গৃহকর্মীকে দেড় বছর ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আজ রাতে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গৃহকর্তার নাম চন্দন ধর (৪৫)। তিনি পালিয়ে গেছেন। তবে ওই বাসা থেকে ২ নারীকে আটক করা হয়েছে।
ওই কিশোরী জানিয়েছেন, দেড় বছর আগে তিনি ওই বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ নেন। এর কয়েক দিন পর গৃহকর্তা তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দেড় বছর ধরে ধর্ষণ করেছে। সব কিছু জেনেও ওই বাড়ির বাকি সদস্যরা এতে বাধা দেননি।
কিশোরীর অভিযোগ, আজ শনিবার সকালে চন্দন ধর তাকে আবারও ধর্ষণের চেষ্টা করলে তিনি বাধা দেন। এ কারণে তাকে শারীরিক নির্যাতন করে হাত-পা বেঁধে একটি রুমে ফেলে রাখা হয়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। শ্রীমঙ্গল থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অভিযুক্ত চন্দন ধরের বাসা থেকে ২ নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মেয়েটি নিজেই বাদী হয়ে ৩ জনকে আসামি করে আজ রাতে মামলা করেছে। প্রধান অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’
তিনি আরও জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সূত্রঃ দ্য ডেইলি স্টার