একটি সশস্ত্র বাহিনীর চোরাগোপ্তা হামলায় আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের অন্তত সাত সেনা সদস্য নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় হামলাকারীদের চারজন নিহত হয়েছেন। খবর এপি ও আল-জাজিরার।
শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আফগান সীমান্তের কাছের এক এলাকায় পাকিস্তানের একটি সেনাবহরে চোরাগোপ্তা হামলা হয়েছে।
এসময় গুলিবিনিময়ে সাত সেনা ও ওই সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হন।
বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার ইশাম এলাকায় চোরাগোপ্তা এ হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য, আফগান সীমান্তে প্রায়ই হামলার শিকার হয় পাকিস্তানের সামরিক বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে সর্বশেষ এই হামলার দায় কোনো সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে স্বীকার করা হয়নি।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি