ঢাকবৃহস্পতিবার , ১৪ এপ্রিল ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আদালত প্রাঙ্গণে দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
এপ্রিল ১৪, ২০২২ ১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

আদালত অঙ্গণে দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার জাতীয় আইনগত সহায়তা প্রদান লিগ্যাল এইডের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কোনো কোনো অসাধু কর্মকর্তা, বেঞ্চ অফিসার, সেকশন অফিসার, সুপারিনটেনডেন্ট বা সহকারী বেঞ্চ অফিসারের কারণে বেঞ্চের (আদালত) পর্যন্ত বদনাম হয়ে যায়। এছাড়া অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কুন্ঠাবোধ করা হবে না।

তিনি বলেন, ‘তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, যদি আমার নোটিশে আসে দুর্দশাগ্রস্ত মানুষের দুর্দশার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন—এগুলো কোনোভাবেই বরদাস্ত করব না।’

সুপ্রিম কোর্টের সব কর্মকর্তা–কর্মচারীর উদ্দেশে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, এই পবিত্র আদালত দেশের মানুষের সর্বশেষ আশ্রয়স্থল। সুপ্রিম কোর্টের সব শাখার অস্বচ্ছতা, অনিয়ম, অলসতা ও অযোগ্যতা নির্মূল করতে যেকোনো পদক্ষেপ নিতে আমি কোনো কুণ্ঠাবোধ করব না।

প্রধান বিচারপতি আরো বলেন, আদালতে আসা দুর্দশাগ্রস্ত মানুষকে হয়রানি করা মেনে নেয়া যায় না। অসহায় মানুষ অনেক সময় আইনজীবীর সহায়তা পায় না বলেও মন্তব্য করেন। এসময়, লিগ্যাল এইডকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের সভাপতিত্বে কর্মশালায় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি কৃষ্ণা দেবনাথ প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার ফারাহ মামুন।

সূত্র : ইন্ডিপেন্ডেন্ট টিভি

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি