ঢাকবুধবার , ১৩ এপ্রিল ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রেলমন্ত্রীর আশ্বাসে ৬ ঘণ্টা পর ট্রেন ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক
এপ্রিল ১৩, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রেল কর্মীদের আন্দোলনের মুখে সারাদেশে ৯ ঘন্টা বন্ধ থাকার পর আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে। বেলা ১২টার দিকে কমলাপুরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

 

রেলমন্ত্রী বলেন, হঠাৎ করে ট্রেন বন্ধ করে দেয়া হয়েছে, যা আমরা নিজেরাও জানি না। যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেটা বাতিলের ঘোষণা দিয়েছেন মন্ত্রী। পেনসনসহ যাবতীয় সুযোগ সুবিধা ১৯ তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সব বহাল হবে বলে নিশ্চয়তা দেন মন্ত্রী।এসময় সবাইকে কাজে ফেরার আহবান জানান তিনি।

 

এর আগে, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, হঠাৎ করে রেলকর্মীদের এমন আন্দোলনে যাওয়া অযৌক্তিক। এ সমস্যা সমাধানে আলোচনা চলছিলো। প্রয়োজনে আরো আলোচনা হতে পারতো।

 

এরপরেই আন্দোলনকারীদের সাথে আলোচনা করতে রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালক এখন কমলাপুরে আসেন।

 

আন্দোলনকারীদের রেলে মাইলেজ সুবিধা বহালের দাবিতে হঠাৎ করে ঢাকা রেলশ্রমিকদের আন্দোলনে চরম ভোগান্তিতে পড়েন রেলের যাত্রীরা।

 

বুধবার সকাল থেকে প্রায় ২০ টি সিডিউল ট্রেন ছেড়ে যেতে পারেনি কমলাপুর থেকে। আগে থেকে ধর্মঘটের বিষয়ে কিছু না জানায় স্টেশনে এসে দুর্ভোগে পড়তে হয় সবাইকে। অনেকে টিকেটের টাকা নিয়ে বাড়ি ফিরে গেলেও বেশীরভাগই অপেক্ষা করছেন ট্রেন ছাড়ার অপেক্ষায়। রাজধানীতে সেরকম থাকার জায়গা না থাকায় ফিরে যেতে পারছেন নি তারা। পরিবার নিয়ে আসা যাত্রীদের সবচেয়ে বেশী ভোগান্তি পোহাতে হয়।

 

আন্দোলনকারীদের দাবি ছিলো, মাইলেজ সুবিধা বাতিল করে অর্থমন্ত্রনালয়ের জারিকৃত প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।তবে বিষয়টি নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত শ্রমিকেরা।

সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি