ঢাকবুধবার , ১৩ এপ্রিল ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কর্মীদের ধর্মঘটে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
এপ্রিল ১৩, ২০২২ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

মাইলেজ জটিলতা নিরসন না হওয়ায় সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রেল কর্মচারীরা। ওভারটাইমের ৭৫ শতাংশ টাকা এতদিন অবসরের পর দেয়া হলেও তা বন্ধ করে দেয়ায় সকাল থেকে বিভিন্ন স্টেশনে বিক্ষোভ করছেন তারা।

 

এদিকে, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন হঠাৎ করে রেলকর্মীদের এমন আন্দোনলে যাওয়া অযৌক্তিক। এ সমস্যা সমাধানে আলোচনা চলছিলো। প্রয়োজনে আরো আলোচনা হতে পারতো।

 

 

পূর্ব ঘোষণা ছাড়াই গত রাত সাড়ে তিনটা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। রেলওয়ের সংস্থাপন কোড অনুযায়ী রানিং স্টাফরা দিনে আট ঘণ্টার বেশি দায়িত্ব পালন করলে বা একশ’ মাইলের বেশি ট্রেন চালালে একদিনের সমপরিমান টাকা ভাতা হিসেবে পান। মাইলেজ হিসেবে পরিচিত এ ভাতা গত বছর বাতিল করে অর্থমন্ত্রণালয়। এ নিয়ে প্রজ্ঞাপন জারির পর থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন রেল কর্মচারীরা।

 

বিষয়টির সুরাহা করতে ঢাকার রেলওয়ে লোকোশেডে রেলমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব এবং রেলওয়ের মহাপরিচালক লোকো মাস্টারদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন বলে জানা গেছে।

সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি