রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গেন্ডারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- স্বপন ও মোঃ আরমান।
সোমবার (১১ এপ্রিল ২০২২) রাত ১১:৩০ টায় গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নূর আলম সিদ্দিকী ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকার মা অটোমোবাইল এর সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে গেন্ডারিয়া থানার একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় ৫ কেজি গাঁজাসহ স্বপন ও আরমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সূত্রঃ ডিএমপি নিউজ