ঢাকবৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে নিরীহ পরিবারের রাস্তা বন্ধ ঘরবাড়ি ভাংচুর-লুটপাট আহত ০৩ জন

অনলাইন ডেস্ক
এপ্রিল ৭, ২০২২ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ সুমন ইসলামঃ

জামালপুরে ইসলামপুর পৌর শহরের মধ্য দরিয়াবাদ গ্রামে চলাচলের রাস্তা বন্ধ ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে একদল সন্ত্রাস বাহিনী গত সোমবার বিকালে মধ্য দরিয়াবাদ গ্রামের ভূমিদস্যু খলিল ও তার বাহিনী পাশ্ববর্তী অসহায়-নিরীহ আবেদ আলীর বাড়ির চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে।

বুধবার সকালে সন্ত্রাসী খলিলের নেতৃত্বে ভাড়াটিয়া একদল সন্ত্রাসী অতর্কিত আবেদ আলী বসতভিটায় হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা একটি টিনের ঘর ও আসবাবপত্র ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা আবেদ আলী (৬০), নিহার বানু (৫৫), জমেলা বেগম (৫০) ও আলপনাকে (৩৫) বেধড়ক মারপিট করে গুরুত্ব আহত করে। সন্ত্রাসীরা আবেদ আলীর ভাগিনা বাবু (৪০) কে বাড়ি থেকে তুলে নিয়ে পল্লী বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রেখে মাইরপিট করে। পরে স্থানীয় লোকজন গুরুত্বর আহত নিহার বানু,জমেলা বেগম ও আলপনাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অসহায় আবেদ আলী জানান, আমাদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি ইসলামপুর পৌরসভা মেয়রের নিকট নিস্পত্তি করার জন্য আবেদন করা হয়েছে। মেয়র দু পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করলেও বুধবার খলিল ও তার লোকজন আমাদের মাইরপিট করে এবং চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।

 

এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি