ঢাকবৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো হবে না: এডিবি

নিউজ ডেস্ক
এপ্রিল ৭, ২০২২ ২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হওয়ার আশঙ্কা নেই বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। তবে এখন থেকেই সরকারকে এ বিষয়ে সর্তক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বুধবার সকালে এশিয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০২২ এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্থার কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। এডিবি বলছে, চলতি অর্থবছরেও বাংলাদেশে উচ্চপ্রবৃদ্ধি বজায় থাকবে।

বুধবার এক অনলাইন আলচনায় সদস্য দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতির ওপর প্রতিবেদন প্রকাশ করে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।

প্রতিবেদনে পূর্বাভাস দেয়া হয় চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ এবং আগামী অর্থবছরে তা আরও বেড়ে দাঁড়াতে পারে ৭ দশমিক ১ শতাংশে।

এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এসব তথ্য তুলে ধরেন। এসময় তিনি বলেন, সরকারি ব্যয় বৃদ্ধি, বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ, অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানি এ প্রবৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ ও দেশের বাজারে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে খাদ্য- ভোগ্যপণ্য, গ্যাস ও তেলের দাম বেড়ে যাওয়ায় ২০২২ অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াতে পারে ৬ শতাংশে।

প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির নেতিবাচক প্রভাব কমে যাওয়ায় বাড়বে জীবনযাত্রার ব্যয়। এতে করে বৈদেশিক লেনদেনে চলতি হিসেবে ঘাটতি জিডিপির ২ দশমিক ৭ শতাংশ হতে পারে যা গত অর্থবছরে ছিল মাত্র ০ দশমিক ৯ শতাংশ। ফলে ডলারের বিপরীতে দুর্বল হতে পারে টাকা, বলছে সংস্থাটি।

সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি