ঢাকমঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নির্ধারিত সময়ে হচ্ছে না কুমিল্লা সিটির নির্বাচন

নিউজ ডেস্ক
এপ্রিল ৫, ২০২২ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

আইনি জটিলতা কেটে গেলেও সময় স্বল্পতায় নির্ধারিত সময়ে হচ্ছে না কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন। তাই ১৬ মে-র আগে ভোট করার কথা থাকলেও এবার তা পিছিয়ে যাচ্ছে। চলতি মাসের শেষের দিকে তফসিল ঘোষণার পর ভোট হবে ২০ জুনের আগে।

 

মঙ্গলবার কমিশনের সভা শেষে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, এ মাসের শেষের দিকে কমিশনের দ্বিতীয় সভায় তফসিল ঘোষণা করা হবে। এদিকে, নির্ধারিত সময়ে ভোট না হওয়ায় সেখানে প্রশাসক বসাবে সরকার।

 

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর প্রথম সভা করে মঙ্গলবার। সেখানে সিদ্ধান্ত হয় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন পিছিয়ে নেয়ার।

 

সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার সংবাদ সম্মেলনে জানান, এ মাসের শেষের দিকে কমিশনের দ্বিতীয় সভায় কুমিল্লা সিটি করপোরেশন ও আটকে থাকা পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

 

তিনি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে একটি রিট ও একটি আদালত অবমাননার মামলা বিচারাধীন ছিল। এ বিষয়ে জানতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলাম। তারা গতকাল (৪ এপ্রিল) কমিশনকে জানিয়েছে, মূল মামলাটি মীমাংসা হয়ে গেছে। এখন আর কোনো আইনি জটিলতা নেই।’

 

সময় স্বল্পতায় নির্ধারিত মেয়াদে ভোট করতে না পারার বিষয়টি লিখিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানাবে কমিশন। এছাড়া কুমিল্লা সিটির নির্বাচন ইভিএমে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

 

কুমিল্লা সিটি করপোরেশনের সবশেষ নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ৩০ মার্চ। নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের প্রথম সভা হয় ওই বছরের ১৭ মে। আইন অনুযায়ী, এই প্রথম সভা থেকে পরবর্তী ৫ বছর- তাদের মেয়াদ। সেই হিসাবে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হচ্ছে আসছে ১৬ মে।

সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি