রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামে এক দন্ত চিকিৎসক নিহত হয়েছে। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে মেট্রোরেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
স্বজনরা জানান, নাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামের নিজস্ব চেম্বারে চিকিৎসা করতেন তিনি। ভোরে নোয়াখালীর উদ্দেশ্যে শেওড়া পাড়ার বাসা থেকে বের হওয়ার পরই ছুরিকাঘাত করা হয় তাকে।
পুলিশ জানায়, ঘটনা জানার পরপরই তারা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেলে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
তবে তার সাথে থাকা মোবাইল, টাকাসহ অন্যান্য জিনিসপত্র খোয়া যাইনি বলে প্রাথমিক জানা গেছে। এমন পরিস্থিতিতে ঘটনাটি কোন ছিনতাইকারী ঘটিয়েছে নাকি অন্যকোন কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।
রাজধানীর মগবাজারে ডেন্টাল চিকিৎসক বুলবুলের রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার রয়েছে। সেখানে নিয়মিত দাঁতের চিকিৎসা সেবা প্রদান করতেন তিনি।
রাজধানীতে এক সপ্তাহের কম সময়ে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। সবুজবাগের একটি বাসায় শনিবার সন্ধ্যায় দুই শিশুসন্তানের মুখ বেঁধে রেখে তাদের মা মুক্তা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলায় অস্ত্রধারীর গুলিতে আওয়ামী লীগ নেতাসহ দুজন নিহত হন।