বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় ৭ ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
মামলার সূত্রে জানা যায়,গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় বাসস্ট্যান্ড সংলগ্ন হাজী নূরুল ইসলাম রোডের আলী আকবর এর বাড়িতে ১ কন্যা সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন, ফজলুর রহমান ফরহাদ( ২৭) ও তার স্ত্রী মোহাম্মদ ছামিরন নেসা।তারা টঙ্গী স্যাটার্ন নামে একটি পোশাক কারখানায় চাকুরী করতেন।
হঠাৎ ছামিরন জানতে পারে তার স্বামী ফজলুর রহমান ফরহাদ পূর্বেও আরো একটি বিবাহ করেছেন।আগের স্ত্রীর সাথে এখনো তার যাতায়াত আছে।কিন্তু বর্তমানে আগের স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে।এর সূত্র ধরে স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। ফজলুর রহমান ফরহাদ ১৬ মার্চ তার শিশু কন্যা ফারজানাকে তার দাদীর বাসা গাজীপুরের চৌরাস্তা দিয়ে আসে।ঐ দিন রাতে ছামিরনকে ঘরে একাপেয়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে,লাশ ঘরে রেখে বাহিরে থেকে দরজা লাগিয়ে পালিয়ে যায়।পাড়া প্রতিবেশি দুপুর পযর্ন্ত ঘরের দরজা লাগানো অবস্থায় দেখে সন্দেহ হলে টঙ্গী পশ্চিম থানাকে খবর দেয়। টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট লিখে লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেলে প্রেরণ করে । এই বিষয় ছমিরন নেছার মায়ের অভিযোগের প্রেক্ষিতে টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ১৮(০৩)২২ ধারা-৩০২ পেনাল কোড রুজু করা হয়।
এই বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম প্রতিবেদককে বলেন,আসামীকে তথ্য প্রযুক্তির সহায়তায় ৭ ঘন্টার মধ্যে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কালিনগর এলাকাহতে গ্রেফতার করা হয়েছে। আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে,ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।