ঢাকবৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

১৫ই মার্চ থেকে স্বশরীরে ক্লাস শুরু স্টামফোর্ড ইউনিভার্সিটিতে

নিউজ ডেস্ক
মার্চ ১০, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ মার্চ থেকে স্বশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হবে।

বুধবার (৯ মার্চ) ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত হয় জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল মতিন বলেন, করোনা ভাইরাসের কারনে শিক্ষার্থীরা দীর্ঘদিন ক্যাম্পাস এর বাহিরে ছিলো। অনেকদিন পরে তারা শিক্ষকদের সাথে ও বন্ধুদের সাথে দেখা করবে যারফলে শিক্ষার্থীরা আনন্দিত ।ক্যাম্পাসে ফিরে স্বশরীরে পাঠদান শুরু হলে শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।তাছাড়া এখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অনেকটা কমেছে।তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ৭৭তম ব্যাচের শিক্ষার্থী আয়শা মীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই অনলাইনে ক্লাস শুরু হয়েছিলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস লাইফের যে আনন্দময় সময়ের কথা শুনে বড় হয়েছি সেটার অভাব অনুভব করছিলাম।অবশেষে ক্যাম্পাস জীবনটাকে উপভোগ করতে পারব,শিক্ষক-বন্ধুদের সাথে দেখা করতে পারব ভেবে অস্বাভাবিক ভালো লাগছে।

 

আইন বিভাগের ৬৯তম ব্যাচের শিক্ষার্থী নাজির উদ্দিন জানান,বিশ্ববিদ্যালয়ে প্রায় এক বছর ক্লাস করার সৌভাগ্য হয়েছিলো এরপরই বিশ্ব জুড়ে শুরু হয় মহামারী করোনা।ক্লাস শুরু হয় অনলাইনে,প্রথম অবস্থায় ভালো লাগলেও পরবর্তীতে দীর্ঘ ছুটি সত্যিই মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলছিলো। এটা ভেবে রোমাঞ্চিত হচ্ছি যে ১৫ তারিখ থেকে আবারও ক্যাম্পাসের সবুজ ঘাসে শুয়ে আকাশ দেখতে পারবো,আড্ডায় মেতে উঠতে পারব বন্ধুদের সাথে।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি