ঢাকমঙ্গলবার , ১ মার্চ ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র

Sheikh Rashedul Islam Rony
মার্চ ১, ২০২২ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

জাতিসংঘে কর্মরত ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তার ঝুঁকির অজুহাত দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকরা জানিয়েছেন। খবর রয়টার্সের।

 

জাতিসংঘে যুক্তরাষ্ট্র মিশনের দাবি, রাশিয়ার কূটনীতিকদের গোয়েন্দা কার্যক্রম ও গুপ্তচরবৃত্তি তাদের দেশের জন্য হুমকি।

 

 

যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র অলিভিয়া ডাল্টন বলেছেন, রুশ কূটনীতিকদের গোয়েন্দা ও গুপ্তচরবৃত্তিমূলক কার্যক্রম কয়েকমাস ধরে চলছে।

 

জাতিসংঘে রাশিয়ার দূত ভাসিলি নিবেনজিয়া সাংবাদিকদের বলেছেন, কূটনীতিকদের ৭ মার্চের জন্য যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে। তিনি আরও বলেছেন, রাশিয়া এই বহিষ্কারের জবাব দেবে।

 

বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকেও অভিযোগ জানিয়েছেন ভাসিলি।

 

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বৈরিতাপূর্ণ এবং জাতিসংঘের সদর দফতরের স্বাগতিক দেশ হিসেবে প্রতিশ্রুতির লঙ্ঘন।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর রিচার্ড মিলস বলেছেন, তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে যাতে তারা কোনো ক্ষতি করতে না পারে।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি