ঢাকরবিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডির ক্যাফে রিও এবং দি ফরেস্ট লাউঞ্জকে ৫ লাখ টাকা জরিমানা

Sheikh Rashedul Islam Rony
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

উঞ্জ নামের দুটি রেস্টুরেন্টকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

অধিদপ্তরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও মাগফুর রহমান আজ এই অভিযান পরিচালনা করেন।

 

অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ তরল দুধ ব্যবহারসহ বেশ কয়েকটি কারণে রেস্টুরেন্ট দুটির প্রত্যেকটিকে আড়াই লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

 

মনজুর মোহাম্মদ শাহরিয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, দি ফরেস্ট লাউঞ্জ মেয়াদোত্তীর্ণ তরল দুধ খাবারে ব্যবহার করছিল। খাবার তৈরি করছিল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে। ক্যাফি রিওতে অগ্নি নির্বাপক ব্যবস্থা মেয়াদোত্তীর্ণ অবস্থায় পাওয়া যায়। তারা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পেস্ট্রি তৈরি করছিল। পেস্ট্রিতে উৎপাদনের তারিখ দেওয়া ছিল না।

 

ক্যাফে রিওর সুপারভাইজার দারাশিকো দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের তো বড় রেস্টুরেন্ট। আমাদের এখানে ঢুকে কোনো অন্যায় না পেলেও জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। আমাদের তারা সাবধান করে গিয়েছেন। আর বলেছেন, ভবিষ্যতে যেন আর এই ধরনের কাজ না করি।’

 

এ ছাড়াও মিস্টার বেকার ও একটি বিউটি পার্লারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি