সুমন ইসলামঃ
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এলডিডিপি) প্রকল্পের মৎস ও প্রাণী সম্পদ অধিদপ্তর মন্ত্রণালয় সহযোগিতায় দিনব্যাপী প্রদর্শনী দেখানো হয়।
প্রাণী প্রদর্শনীতে শতাধিক স্টলে বিভিন্ন প্রজাতির-গরু,ছাগল,মহিষ,ভেড়া,গাভী,ষাঁড়,কবুতর ইত্যাদি প্রাণী দেখা যায়।
এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব রোকনুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন” জামালপুরের ভেটেরিনারি অফিসার
ডা.ছানোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,সদর ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত সদস্য সচিব ডা. আব্দুল আলীম ও
শিবলী ভেটেরিনারির কর্ণধার কৃষিবিদ শফিকুর রহমান শিবলী সহ অনেকেই বক্তব্য রাখেন।
পরিশেষে খামারিদের মাঝে ১৫ টি সার্টিফিকেট সহ চেক প্রদান করা হয়।